প্রকাশিত: Wed, May 29, 2024 3:25 PM
আপডেট: Sun, May 11, 2025 7:39 PM

স্বামী-স্ত্রীর সম্পর্ক, প্রশংসা ও আত্মীয়-স্বজনদের ব্যবহার

ফড়িং ক্যামেলিয়া

কাপল কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা থেকে আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করি। এক কাপল এসেছিলেন আমার কাছে, ওনাদের সমস্যা ছিলোÑ ভদ্র মহিলা মনে করেন,  ওনার হাজবেন্ডের বন্ধু, আত্মীয়রা ওনাকে যথেষ্ট সম্মান করেন না। উনি নানা ভাবে এই বিষয়টা হাজবেন্ডের আত্মীয়, বন্ধুদের বোঝাবার চেষ্টা করেছেন। কিন্তু কোনো ফলাফল হয়নি। তাই ভদ্রমহিলা তার হাজবেন্ডের আত্মীয় বন্ধুদের বাসায় যাওয়া বাদ দিয়েছেন, ওনাদের বাড়িতে আমন্ত্রণ করেন না। আর এই বিষয়টি নিয়ে হাজবেন্ড বিব্রত হচ্ছেন। আমি হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম, উনি ওনার ওয়াইফের সাথে ওনার আপনজনদের সামনে কেমন ব্যবহার করেন? ওনার উত্তর থেকে জেনেছিলাম, এমনিতে স্বাভাবিক আচরণ করলেও  কখনো কখনও রেগে গিয়ে রূঢ় আচরণ করেছেন, সেই আচরণ সম্মানজনক ছিলো না। মাঝে মাঝে ওয়াইফকে নিয়ে উনি ঠাট্টাও করেন, এই যেমন ওনার ওয়াইফ একা একা ট্রাভেল করতে পারেন না, মার্কেট করতে গেলে ঠকে আসেন, বিয়ের আগে শুকনা ছিলেন, বিয়ের পরে মোটা হয়ে গেছেন, বাচ্চা সামলাতে পারেন না, ইত্যাদি। 

আমি ওনার হাজবেন্ডকে বলেছিলাম, ঞযব ধিু ুড়ঁ ঃৎবধঃ ুড়ঁৎ রিভব রহ ঢ়ঁনষরপ ংবঃং ঃযব ংঃধহফধৎফ ভড়ৎ যড়ি ড়ঃযবৎং রিষষ ঃৎবধঃ যবৎ. ওভ ুড়ঁ ংযড়ি যবৎ ৎবংঢ়বপঃ, ড়ঃযবৎং রিষষ ভড়ষষড়ি ংঁরঃ. ঈড়হাবৎংবষু, রভ ুড়ঁ ফরংৎবংঢ়বপঃ যবৎ, ঢ়বড়ঢ়ষব ধৎড়ঁহফ ুড়ঁ রিষষ ধষংড় ঃৎবধঃ যবৎ ফরংৎবংঢ়বপঃভঁষষু. এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আমার প্রতিবেশী ছেলেটি তার ওয়াইফের সাথে সব সময় হাসিমুখে কথা বলে। আলাপের সময় ছেলেটা সব সময় ওয়াইফের ভালো দিকটাই বলে, স্ত্রীর প্রশংসা করে। তার স্ত্রী কতটা অসাধারণ মেয়ে, এটা সে গর্ব করেই বলে। সে তার ওয়াইফের জন্য যত্ন করে কেক বানিয়েছে , ফুল কিনেছে। কারণ মেয়েটি এক সপ্তাহের সামার ভ্যাকেশনে গিয়েছিল, সে বাসায় ফিরছে। বিষয়টি সুন্দর। কিন্তু এর চেয়েও সুন্দর বিষয় হলো ছেলেটির মা, মানে মেয়েটির শাশুড়িও মেয়েটির জন্য স্পেশাল খাবার পাঠিয়েছে। আর ছেলের বোন পাঠিয়েছে এক বোতল ওয়াইন। আমি নিজেও এক বক্স চকলেট কিনেছি ওর জন্য। এই মেয়েটি যে চমৎকার মেয়ে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার হাজবেন্ড তাকে যেভাবে ট্রিট করে, তার চারপাশে থাকা আমরাও তাকে সেভাবেই ট্রিট করি। সম্মান করি, ভালোবাসি। 

এবার ফিরে আসি আমার সেই ক্লাইন্ট  কাপলের কাছে। ভালো বিষয় হলো, ভদ্রলোক ওনার আচরণ বদলেছেন। উনি ওনার আত্মীয় বন্ধুদের সামনে ওনার স্ত্রীকে সম্মান করে কথা বলেন। প্রশংসা করেন এবং বাকিদের কোনো আপত্তিকর কথায় উনি ওনার স্ত্রীর পক্ষে থাকেন। তাই ওনার আত্মীয় বন্ধুরাও ওনার স্ত্রীর প্রতি সম্মান দেখানো শুরু করেছে। ভদ্রলোক এবং ওনার স্ত্রী বর্তমানে ভালো আছেন, ওনাদের সমস্যার সমাধান হয়েছে, আমাকে সেটাই জানিয়েছেন। ফেসবুক থেকে